ক্যাটাগরি

বরগুনায় সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বৃহস্পতিবার সকাল ১১টার
দিকে তালতলী উপজেলার গেন্ডামারা এলাকার এ ঘটনার পর এক যুবককে গ্রেপ্তার করেছে
পুলিশ।

গ্রেপ্তার কামাল হোসেন
(২৫) তালতলী উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

তালতলী থানার ওসি কামরুজ্জামান
মিয়া জানান, ধর্ষণের বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে যুবককে আটক করা
হয়েছে।

ছাত্রীকে মেডিকেল পরীক্ষার
জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ছাত্রীর মা বলেন, ঐ
ছেলে প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করত।

“ঘটনার দিন আমার মেয়েকে
আমার সাথে থাকা ব্যাগ নিতে আসতে বলি। পথিমধ্যে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে।”