সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ওয়ালটন জানায়,
শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সিরিজটির সত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের
সঙ্গে গত সোমবার চুক্তি হয় ওয়ালটনের।

আগেও নানা সময়ে দেশের বাইরের সিরিজ ও টুর্নামেন্টে
পৃষ্ঠপোষক হিসেবে দেখা গেছে ওয়ালটনকে। দেশের ক্রিকেটে এই প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এক
দশকের বেশি সময় ধরে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট
দুটি খেলতে আগামী সোমবার শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দল। ক্যান্ডির অদূরে পাল্লেকেলে
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ১৯ এপ্রিল থেকে, দ্বিতীয়টি ২৯ এপ্রিল
থেকে।