ক্যাটাগরি

ভোলায় মাথাবিহীন ২ লাশ উদ্ধার

চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিঞা জানান, উপজেলার আসলামপুর গ্রামের ভুঁইয়ার বাগান থেকে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তারা
লাশ দুটি উদ্ধার করেন।

তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে জানিয়ে তিনি বলেন, দুপুরের দিকে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। মাথাবিহীন হওয়ায় স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেনি।  তাদের বুধবার রাতে হত্যা করা হতে পারে।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য  ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পুলিশ
ঘটনা তদন্ত করছে বলে তিনি
জানান।