বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনারদের সাথে ভূমি বিষয়ক সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান।
পরবর্তীতে এ বিষয়ে একটি পত্র জারি করা হয় বলে জানায় ভূমি মন্ত্রণালয়।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সহ দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন।