রোববার ‘মিসেস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতার চলতি বছরের বিজয়ী পুস্পিকা ডি সিলভাকে মুকুট পরিয়ে দেন একই প্রতিযোগিতার আগের বিজয়ী জুরি।
কিন্ত কিছুক্ষণ পরেই ‘মিসেস ওয়ার্ল্ড’ ওই মুকুট পুস্পিকার মাথা থেকে খুলে নিয়ে তা দ্বিতীয় স্থান অধিকারীকে পরিয়ে দেন।
এ সময় পুস্পিকাকে কাঁদতে কাঁদতে মঞ্চ ছেড়ে যেতে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জুরির দাবি, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় পুস্পিকা ‘মিসেস শ্রীলঙ্কা’ হওয়ার যোগ্যতা রাখেন না।
এ প্রতিযোগিতার বিজয়ীই পরবর্তী ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার হয়ে অংশ নেবেন।
পুস্পিকা পরে জানান, তিনি ও তার স্বামী আলাদা থাকলেও তাদের এখনও বিচ্ছেদ হয়নি।
ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মঞ্চে মুকুট ‘ছিনিয়ে নেওয়ার সময়’ মাথায় আঘাত পাওয়ায় অনুষ্ঠান শেষে তাকে হাসপাতালে যেতে হয়েছিল।
“আমার মতই আরও অনেক মা আছেন, যারা সন্তানকে একা লালন করতে গিয়ে নানান প্রতিকূলতার সম্মুখীন হন। আমার এই বিজয় আমি উৎসর্গ করছি তাদেরই জন্য,” বলেন পুস্পিকা।
প্রতিযোগিতার মঞ্চে হওয়া ‘অযৌক্তিক ও অপমানজনক’ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
রোববার সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে হওয়া এ নজিরবিহীন ঘটনায় পুলিশ চুলা পরমেন্দ্রা নামে এক ফ্যাশন মডেলকেও গ্রেপ্তার করেছে।
পুস্পিকাকে পরে তার মুকুট ফিরিয়ে দেওয়া হয়েছে। জুরিও শিগগিরই এ ঘটনার জন্য ক্ষমা চাইবেন বলে আশা সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের।
বিবিসি জানিয়েছে, পুলিশ বৃহস্পতিবার ‘মিসেস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতার প্রধান আয়োজক চন্ডিমাল জয়সিংহ ও জুরিকে জিজ্ঞাসাবাদ করেছে।
জয়সিংহ জানিয়েছেন, ‘মিসেস ওয়ার্ল্ডের’ আয়োজকেরা শ্রীলঙ্কার ঘটনা নিয়ে তদন্ত করছেন।
শ্রীলঙ্কায় এই সুন্দরী প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। এবারের আয়োজনে অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রীর স্ত্রীও ছিলেন।