ক্যাটাগরি

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

নিহত মনিকা (৭) উপজেলার নাওড়াদোলা গ্রামের মো. সুরুজ
আলীর মেয়ে।

উপজেলার হিরণ্যকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার বেলা
১২টার দিকে তার মৃত্যু হয় বলে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক
জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথে বলেন, মনিকা দাদির সঙ্গে ঘুরতে
বের হয়েছিল। তারা হাত ধরাধরি করে মহাসড়কে হাটছিল। মনিকা হঠাৎ দৌড়ে রাস্তা পার
হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে
জানান তিনি।

ওসি বলেন, ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয়রা আধা ঘণ্টা সড়ক
অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়। পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত
ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।