ক্যাটাগরি

অহেতুক রিয়ালের সমালোচনা চলে, উপলব্ধি বার্সা কোচের

লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে তারা কেবল ৩ পয়েন্টে পিছিয়ে। সব মিলিয়েই তাই রিয়ালকে নিয়ে সমালোচকদের দৃষ্টিভঙ্গি বুঝে উঠতে পারছেন না কুমান।

শনিবার লিগে বাংলাদেশ সময় রাত একটায় মৌসুমের দ্বিতীয় ক্লাসিকো খেলতে নামবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসা করতে গিয়ে কুমান বলেন, রিয়ালকে নিয়ে নিয়ে করা সমালোচনাগুলোর অধিকাংশই অন্যায্য।

“মাদ্রিদকে নিয়ে খুব বেশিই সমালোচনা করা হয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগার শিরোপার জন্য লড়ছে। তাদের সমালোচনা করা লোকদের পক্ষে আমি নই।”

লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগের দিন জিদানও তার দলকে নিয়ে অনেক বেশি সমালোচনা হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ফরাসি এই কোচ বলেন, তার দলকে অনেক বেশি অবমূল্যায়ন করা হয়।