ক্যাটাগরি

করোনাভাইরাস: পটুয়াখালীতে একজনের মৃত্যু

সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন ।

মৃত শামসুল হকের বাড়ি বাউফল উপজেলার কালাইয়া এলাকায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ এপ্রিল আক্রান্ত হন শামসুল।পরদিন নিজ বাড়িতে মারা যান তিনি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পটুয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দঁড়িয়েছে বলে সিভিল সার্জন জানান।