ক্যাটাগরি

ঝাঁপের আড়ালে চলছে রেস্তোরাঁ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে চলমান ‘লকডাউনে’ খাবারের দোকান ও রেস্তোরাঁয় বসে খাওয়া নিষেধ হলেও তা মানা হচ্ছে না। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টের ভেতরে শুক্রবার খোলা দেখা যায় ১৫ থেকে ১৬টি খাবারের দোকান। সেখানে বসে খাওয়া-দাওয়াও চলছিল।

  • ‘লকডাউনে’ রেস্তোরাঁ খোলা রাখা গেলেও বসে খাওয়া বন্ধ থাকার কথা; কিন্তু বসুন্ধরায় ঢালী ফুড কোর্টে তা মানতে দেখা যায়নি।

  • কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই খোলা রাখা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্ট। শুক্রবার সন্ধ্যার পরে সেখানে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

  • বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টের ভেতরে শুক্রবার সন্ধ্যায় লকডাউন উপেক্ষা করে খেতে আসা ক্রেতাদের ভিতর বেশিরভাগ ছিল তরুণ-তরুণী।

  • করোনাভাইরাস মহামারীকালে ‘লকডাউন’ উপেক্ষা করে কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় না রেখে বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টের ভেতরে শুক্রবার সন্ধ্যায় চলছিল খাওয়া-দাওয়া।

  • বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টের বাইরে থেকে এভাবেই ঝাঁপ বন্ধ করে ভেতরে খোলা রাখা ছিল ১৫ থেকে ১৬টি খাবারের দোকান।