ক্যাটাগরি

প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিএনপির শোক

দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ
থেকে এক শোকবার্তায় বলা
হয়, ‘‘প্রিন্স ফিলিপের মৃত্যুতে শুধু ব্রিটেন নয়, সমগ্র বিশ্ব, বিশেষ করে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ একজন পরীক্ষিত বন্ধুকে হারাল।”

শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির বিবৃতিতে বলা হয়, ব্রিটেনের সমাজকে অধিকতর সংবেদনশীল, সুষম, মানবিক ও ন্যায়ভিত্তিক করতে নিরলসভাবে কাজ করে গেছেন প্রিন্স ফিলিপ। এছাড়া বন্য প্রাণী ও পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের উন্নতি ও বিকাশে তার কাজ ‘অনুকরণীয়’।

ব্রিটেনের রাজ পরিবার এবং বৃটিশ জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করা হয়েছে বিবৃতিতে।