বৃহস্পতিবার সকালে এই শাবকের জন্ম হয় বলে পার্কের বন্যপ্রাণী পরিদর্শক
সারোয়ার হোসেন জানান।
সারোয়ার হোসেন জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ
শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর ভেতর ঘুরে বেড়াচ্ছে।
মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে
সারোয়ার বলেন, জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা,
গাজর ও ভূষি দেওয়া হচ্ছে।
“শাবকটি পুরুষ না মাদি তা এখনও জানা যায়নি। সদ্য জন্ম নেওয়া শাবকসহ পার্কটিতে
বর্তমানে ২৫টি জেব্রা রয়েছে।”
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, পার্ক
কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যা এবং করোনাকালে পর্যটকদের অনুপস্থিতিতে পার্কে পশুপাখির
নিবির সান্নিধ্যে প্রজননের বেশি সুযোগ পাওয়ায় বাচ্চার জন্ম বেড়েছে।