শুক্রবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান (১০) নামের এই শিশু ওই এলাকার গফুর গাজীর ছেলে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, সকালে আব্দুর রহমান বাড়ির ঊঠানে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার হঠাৎ ছিঁড়ে তার গায়ে পড়ে।
“এতে বিদুৎস্পৃষ্ট হওয়ার পাশাপাশি তার পিঠ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।”
সেখান থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে আবু সালেহ জানান।