দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে হুমায়ুন চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মতিন (৬০) গোলাপগঞ্জ উপজেলার জগঝাপ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ওসি বলেন, “আব্দুল মতিন সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তিনি স্ত্রীকে নিয়ে নগরীর উপশহর এলাকায় থাকতেন। বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে একটি পিকআপ ভ্যান মোটর সাইকেলে ধাক্কা দিলে আহত হন আব্দুল মতিন।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকা মৃত ঘোষণা করেন।”
আব্দুল মতিনের স্ত্রী খালেদা বেগমকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশ পিকআপভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। আর লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।