ক্যাটাগরি

চট্টগ্রামে এক দিনে সর্বাধিক কোভিড রোগী শনাক্ত

এর আগে জেলায় একদিনে
সর্বোচ্চ ৫১৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত ২ এপ্রিল। আট দিনের মাথায় সংখ্যায়
তা ছড়িয়ে গেল।

এ নিয়ে গত ১০ দিনে
চট্টগ্রাম জেলায় মোট চার হাজার ৯৫ জন কোভিড-১৯রোগী শনাক্ত হল।

গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের
তথ্যে জানানো হয়েছে। এতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৪ জনে।

জেলা সিভিল সার্জন
কার্যালয়ের তথ্য বলছে, শনিবার আগের ২৪ ঘণ্টায় যে ৫২৩ জনের নমুনায় করোনাভাইরাস
শনাক্ত হয়েছে। তার মধ্যে ৪২৯ জন নগরীর বাসিন্দা।

এই সংখ্যা একদিনে
চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ শনাক্ত হওয়ার দিক থেকে সর্বাধিক।

চট্টগ্রামে এক দিনে রেকর্ড রোগী শনাক্ত

চট্টগ্রামে গতবছরের
৩ এপ্রিল করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর ২০২০ সালের ২৯ জুন সর্বোচ্চ ৪৪৫ জনের
নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চট্টগ্রামের ডেপুটি
সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭৯১টি নমুনা
পরীক্ষায় ৫২৩টিতে কোভিড-১৯ পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১৯ শতাংশ।

এখন পর্যন্ত জেলায়
তিন লাখ ৭১ হাজার ৫৭৬ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

শনিবার পর্যন্ত
চট্টগ্রামে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮ হাজার ৯১ জনে। সে হিসেবে
শনাক্তের গড় হার ১২ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৫ হাজার ৩২৭ জনই নগরীর বাসিন্দা।
বাকিরা চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার বাসিন্দা।

এরআগে ১ এপ্রিল
জেলায় ২৮৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর ৩ এপ্রিল ৪৬৭ জন, ৪ এপ্রিল
২৩২ জন, ৫ এপ্রিল ৩০৭ জন, ৬ এপ্রিল ৪৯৪ জন, ৭ এপ্রিল ৪১৪ জন, ৮ এপ্রিল ৪৭৩ জন এবং
৯ এপ্রিল ৩৮০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়।