ক্যাটাগরি

‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে সৌদি আরবে ৩ সেনার মৃত্যুদণ্ড

সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে এদিন এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, একটি বিশেষ আদালতে ন্যায্য বিচারের ভিত্তিতে তাদের ‍মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে অবশ্য ‘শত্রু’ কারা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণের একটি প্রদেশে ওই ‍মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরব ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

সৌদি আরবে ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বনিম্ন। তার আগের বছরই সেখানে ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানায় দ্য হিউম্যান রাইটস কমিশন।