ক্যাটাগরি

হেফাজত তাণ্ডব: অতিরিক্ত সচিবের ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ভূমি দপ্তর, আলাউদ্দিন
খাঁ সঙ্গীতাঙ্গন, প্রেসক্লাব, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনি বলেন,
“ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরেজমিন পরিদর্শন করতে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম আমাকে
পাঠিয়েছেন। আমি সরেজমিন পরিদর্শন করেছি। একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করব। ধ্বংস
হয়ে যাওয়া পৌরসভা দপ্তরের কর্মকাণ্ড স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম
সিদ্দিকী, মোহাম্মদ ফারুক হোসেন, জেলার ডিসি হায়াত উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার
মেয়র নায়ার কবির, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) পঙ্কজ বড়ূয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার এ সময় উপস্থিত
ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের
বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের
কর্মী-সমর্থকরা। তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার
কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন
খাঁ পৌরমিলনায়তন, ভূমি অফিস ও খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি
স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের
তাণ্ডব, রেল স্টেশনে অগ্নিসংযোগ
  

ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা,
সিলেট, চট্টগ্রামের ট্রেন চালু ৮ ঘণ্টা পর
  

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর
ট্রেনের যাত্রাবিরতি স্থগিত
  

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ১৪ জন আটক  

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর
ট্রেনের যাত্রাবিরতি স্থগিত
  

সুবর্ণজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায়
তাণ্ডব: সাড়ে ৬ হাজার আসামি
  

হেফাজতের হরতালে
ব্রাহ্মণবাড়িয়ায় ফের তাণ্ডব
  

হেফাজতের হরতালে ট্রেনে ঢিল:
ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ