ক্যাটাগরি

গোপালগঞ্জে ‘টাকা-গয়না ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে হত্যা’

সদর থানার এসআই খয়বর আলী জানান, শুক্রবার সকালে শহরতলির
ফকিরকান্দি গ্রাম থেকে তারা তার লাশ উদ্ধার করেন।

নিহত রওশন আরা মীম (২২) বরিশালের আগৈলঝাড়া উপজেলার
পয়সারহাট গ্রামের আব্দুস সালাম ফকিরের মেয়ে।

ফকিরকান্দি গ্রামে তার ভগ্নিপতির বাড়ি।

মীমের বাবার অভিযোগ, বছর খানেক আগে ফকিরকান্দি গ্রামের
বুলগান কাজি (২৪) নামে এক তরুণের সঙ্গে মীমের পরিচয় হয়। মীমকে প্রেমের ফাঁদে ফেলে
টাকা-পয়সা আত্মসাৎ করেন বুলগান। বৃহস্পতিবার মীম টাকা-গয়না নিয়ে বুলগানের বাড়িতে যান।
এ সময় বুলগান ও তার বাড়ির লোকজন মীমের কাছ থেকে টাকা-গয়না ছিনিয়ে নিয়ে মারধর করেন।

নির্যাতনে মীমের মৃত্যু হয় বলে বাবার অভিযোগ।

তিনি বলেন, “আমার মেয়েকে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা
বলে প্রচার করে তারা। মীমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে।
হাতে কাটা দাগ রয়েছে।”

মীম বিবাহিত; তার শ্বশুরবাড়ি চট্টগ্রামে; স্বামী ওমান
প্রবাসী বলে তিনি জানান।

বুলগানের বক্তব্য জানার জন্য তার বাড়িতে গিয়ে কাউকে
পাওয়া যায়নি। তাদের বাড়িঘরে তালা দেওয়া দেখা গেছে। বাড়ির সবাই পালিয়েছেন বলে
এলাকাবাসীর ভাষ্য।

এসআই খয়বর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু
আলামত উদ্ধার করা হয়েছে। মীমের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দেওয়া হয়নি।
তবে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী
ব্যবস্থা নেওয়া হবে।