ক্যাটাগরি

চট্টগ্রামে ২৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেপ্তার দিদারুল আলম মাসুম ওরফে আবু তাহের মাসুম (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি
উপজেলার আজাদী বাজার এলাকার আবুল বশরের ছেলে। নগরীর বাটালি রোডের এক বাসায় তিনি থাকতেন।

শুক্রবার রাতে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মাসুমকে গ্রেপ্তারের পর
শনিবার বিকালে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।  

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) নোবেল চকমা বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোতোয়ালি থানার পাথরঘাটায় মহিম দাশ রোড থেকে মাসুমকে গ্রেপ্তার
করা হয়। সেসময় তার কাছে একটি এলজি ও কার্তুজ ছিল।

“অস্ত্র ব্যবহার করে ছিনতাই, চাঁদাবাজি, কুপিয়ে জখমসহ বিভিন্ন অপরাধের
সাথে সে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের ১৫টিসহ মোট ২৭টি
মামলা আছে।”

গত বছরের জুলাই মাসে একবার গ্রেপ্তার হয়ে চলতি বছরের মার্চে জামিনে মুক্তি
পান মাসুম। জামিনে বেরিয়ে আবার তিনি ‘অপরাধমূলক কাজে’ জড়িয়ে পড়েন বলে পুলিশের ভাষ্য।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন,
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম বলেছে, নিয়তিম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নগরীর রেলওয়ে
স্টেশন, নিউ মার্কেট মোড়, আমতল, শাহ আমানত মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, ব্রিকফিল্ড
রোড, ফিশারিঘাটসহ বিভিন্ন এলাকায় পথচারী, অটোরিকশা বা বাসে থাকা যাত্রীদের কাছ থেকে
সুযোগ বুঝে মোবাইল, অর্থ, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিত সে।

“কোথাও কাজে বাধা পেলে অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যেত। ইয়াবা বিক্রির সাথেও
সে জড়িত বলে জানিয়েছে।”