উপজেলার জিরি, শোভনদন্ডী
ও কচুয়াই ইউনিয়নে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার।
গ্রেপ্তাররা হলেন-
জসীম উদ্দিন (৪২), খোরশেদ আলম (৪৫), ইমতিয়াজ হোসেন (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও মো. বেলাল
(৩৫)।
ওসি রেজাউল বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
স্বাধীনতার সুর্বণজয়ন্তীর
দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় হাটহাজারি ও পটিয়া
থানায় আক্রমণ করে ভাংচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। হাটহাজারিতে সহকারী কমিশনারের
(ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। চট্টগ্রাম খাগড়াছড়ি
সড়কে দেয়াল তুলে অবরোধ করে রাখে।
পটিয়া উপজেলায় থানায়
হামলার পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার সড়কও অবরোধ করে রাখে হেফাজত।
পটিয়া থানায় হামলার
ঘটনায় অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
হেফাজতের তাণ্ডব: চট্টগ্রামে সাত মামলায় হাজারের বেশি আসামি