তৃণমূল কংগ্রেস নিহত পাঁচজনকে তাদের কর্মী বলে দাবি করেছে বলে জানায় এনডিটিভি।
এনডিটিভি জানায়, কোচ বিহারের মাথাভাঙা শহরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়। সেখানে চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তার আগে, কোচ বিহারের শীতলকুচিতে ভোটের দিন সকালেই সংঘর্ষ বেঁধে গেলে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানায় কলকাতার দৈনিক আনন্দবাজার।

ছবি: এএনআই
শীতলকুচির জোড়পাটকিতে একটি ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। পুরো ঘটনায় ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর (সিএপিএফ) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানায় আনন্দবাজার। তৃণমূলকর্মীদের অভিযোগ, সিআরপিএফ বিজেপির হয়ে কাজ করছে।
এদিন গুলিবিদ্ধ আরো চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নির্বাচন কমিশন থেকে কোচ বিহারে ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনার বিষয়ে পূর্ণ প্রতিবেদন চাওয়া হয়েছে।
শনিবার চতুর্থ দফায় হাওড়া, আলীপুরদুয়ার, কোচ বিচার এবং দক্ষিণ ২৪ পরগোনা জেলার ৪৪টি আসনে ভোট গ্রহণ চলছে। এদিন প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন প্রায় ৮০ হাজার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) মোতায়েন করেছে।