ক্যাটাগরি

সরকারের উদাসীনতায় বিপন্ন জনজীবন: ফখরুল

শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি
বলেন, “করোনা পলিসি নির্ধারণে, নীতি নির্ধারণে সরকারের কি রকম দ্বিচারিতা! একদিকে তারা
বলছে আমরা লকডাউন দিচ্ছি, অন্যদিকে সমস্ত গণপরিবহন, শপিংমল-দোকানপাট সব খুলে দিচ্ছে।
অর্থাৎ তাদের যে উদাসীনতা, ব্যর্থতা ও অযোগ্যতা-এই কারণে আজকে করোনা এই অবস্থায় গিয়ে
পৌঁছেছে।”

দেশের হাসপাতাল ও স্বাস্থ্যখাতের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আজকে
টেস্টের কোনো ব্যবস্থা নেই, হাসপাতালগুলোতে সাধারণ বেড পর্যন্ত নেই, আইসিইউ বেড নেই,
কোনো রকম সুব্যবস্থা নেই।

“দুর্ভাগ্য আমাদের, আজকে যখন করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে, গতবছর থেকে যখন
আগ্রাসন শুরু হয় তখন থেকেই সরকার কোনো কার্য্কর ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে এবার
দ্বিতীয় টেউ যে এসেছে তা জনগণের জীবনকে সম্পূর্ণ বিপন্ন করে ফেলেছে, তাদের জীবিকাকে
বিপন্ন করে ফেলেছে।”

টিকা প্রসঙ্গে ফখরুল বলেন, “ভ্যাকসিনের যে সাপ্লাইটা যে আসবে সে সম্পর্কে
কোনো নিশ্চয়তা তারা জনগণের সামনে, দেশের সামনে, জাতির সামনে তুলে ধরতে পারছে না। তারা
বলছে যে, চীন ও রাশিয়ার থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করছে। এটা অনেক দেরি হয়ে গেছে।”

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সরকার বিকৃত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব
বলেন, “প্রবাসী সরকার যে একটা বিরাট ভূমিকা পালন করেছিল এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্ব
দিয়েছিল সেটা তারা (আওয়ামী লীগ সরকার) বেমালুম চেপে যায়। দেখবেন তাজউদ্দিন সাহেবের
নাম উচ্চারণ হয় না, রব সাহেবের নাম একবারও উচ্চারণ হয় না, শাহজাহান সিরাজ সাহেবের নাম
উচ্চারণ হয় না এবং যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব,
তার নাম কোনোদিন উচ্চারণ হয় না।”

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, “আজকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে
বৃহত্তর ঐক্যের মাধ্যমে দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক
চেতনা, সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার-এসবের ভিত্তিতে এক হয়ে কর্তৃত্ববাদী
শাসনব্যবস্থাকে যদি আমরা না সরাতে পারি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের
সমস্ত অর্জনে বিফলে চলে যাবে।”

জেএসডির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে প্রবাসী
সরকারের ভূমিকা ও প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা হয়।

আ স ম আবদুর রবের সভাপতিত্বে ও শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় আলোচনা
সভায় নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সানোয়ার হোসেন তালুকদার,
এসকেএম আনিসুর রহমান, সিরাজ মিয়া, তানিয়া রব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ
বক্তব্য রাখেন।

সভায় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের
পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন ফারাহ খান।