নিহত খোকা শেখ (৬৫) উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।
শুক্রবার গভীর রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয় বলে কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
“অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”
ময়নাতদন্তের জন্য খোকার মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বলে জানান ওসি।