শনিবার বাড়বকুণ্ড
ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক
(তদন্ত) সুমন বণিক জানিয়েছেন।
নিহতের নাম জয়নাল
আবেদীন (৩০)। বাড়ির কাছের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তার পেটে এবং
নিম্নাঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় নিহত জয়নালের
স্ত্রী লিমা আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান সুমন বণিক।
স্থানীয়রা জানিয়েছে, জয়নাল
নগরীর হালিশহরে ফল বিক্রি করতেন। তাদের দুটি মেয়ে আছে।
প্রতীকী ছবি
পুলিশ কর্মকর্তা সুমন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত।
স্থানীয় এক যুবকের সাথে লিমার পরকীয়া ছিল বলে সন্দেহ করত জয়নাল।এ নিয়ে তাদের মধ্যে
কয়েকদিন আগেও ঝগড়া হয়েছিল বলে স্থানীয়রা জানায়।”
জয়নালের ঘরের ভেতর
রক্তের দাগ পাওয়া গেছে জানিয়ে সুমন বলেন, লাশ উদ্ধারের পর লিমাকে ওই এলাকায় অভিযান
চালিয়ে আটক করা হয়েছে।
“লিমা ও তার বন্ধু মিলে
এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।”
হত্যাকাণ্ডের পেছনে
অন্য কোনো কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক সুমন।