ক্যাটাগরি

আগ্নেয়গিরিতে আরেকটি বিস্ফোরণ, বিদ্যুৎহীন সেইন্ট ভিনসেন্টের অধিকাংশ এলাকা

ক্যারিবীয় এ দ্বীপের বেশিরভাগ এলাকায় এখন পানি সরবরাহও বন্ধ আছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার লা সুফিয়েরে কয়েক দশক পর প্রথম অগ্ন্যুৎপাতের পর ছাই পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে। ১৬ হাজারের মতো মানুষকে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।   

ছাই থেকে বাঁচতে সেইন্ট ভিনসেন্ট থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বের দ্বীপ বারবাডোজের বাসিন্দাদেরও ঘরের ভেতর থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

ছাইয়ের এই উদগীরণ আরও কয়েক দিন এমনিক কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

রোববার সেইন্ট ভিনসেন্টের জরুরি ব্যবস্থাপনা সংস্থা নেমো এক টুইটে বলে, “লা সুফিয়ের আগ্নেয়গিরিতে আরেকটি বিস্ফোরণের পর থেকে বিশাল এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছে। দেশের বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎহীন ও ছাইয়ে ঢেকে আছে।”

রাজধানী কিংস্টনসহ দ্বীপের প্রায় সর্বত্রই বিভিন্ন সড়ক ও ভবনগুলোর ছাদে, দেয়ালে সাদা রংয়ের ছাইয়ের আস্তরণ দেখা যাচ্ছে।

সেইন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেজ বলেছেন, দেশের বেশিরভাগ এলাকায় পানি সরবরাহ বন্ধ আছে। ধোঁয়া ও আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাইয়ের কারণে দ্বীপের আকাশসীমাও বন্ধ রাখা হয়েছে।

আগ্নেয়গিরি থেকে নির্গত বিপুল পরিমাণ ছাই সমুদ্রে পড়েছে বলেও জানান গনজালভেজ।

“আরও কি পরিমাণ বেরিয়ে আসে তা জানি না। এখন পর্যন্ত আমরা ভালোই করেছি, যেহেতু কেউ আহত হয়নি, কেউ মারা যায়নি,” বলেছেন তিনি।

দুর্যোগ মোকাবেলায় বারবাডোজের প্রতিরক্ষা বাহিনীকে সেইন্ট ভিনসেন্টে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ক্যারিবীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।