প্রতিপক্ষের মাঠে শনিবার ৪-১ গোলে জিতেছে
চেলসি। জোড়া গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক, একটি করে কাই হার্ভাটজ ও কুর্ত জুমা। দ্বিতীয়ার্ধে
ক্রিস্তিয়ান বেনতেকের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।
আসরে প্রথম দেখায়ও গত অক্টোবরে ক্রিস্টাল
প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
আগের রাউন্ডে ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচ
অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ ব্যবধানে হেরেছিল চেলসি। দলটির কোচ হিসেবে যা ছিল টুখেলের
প্রথম হার।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের
প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারানো চেলসি ১০ মিনিটের মধ্যে দুইবার পায় জালের দেখা।
অনেকটা লাফিয়ে হেডে প্রথমার্ধে চেলসির হয়ে স্কোরলাইন ৩-০ করেন ডিফেন্ডার কুর্ত জুমা।
অষ্টম মিনিটে ডান প্রান্ত থেকে ক্যালাম
হাডসন-ওডোইয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন হার্ভাটজ। দুই
মিনিটের মাথায় দলীয় আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। এবার বাম প্রান্ত থেকে হার্ভাটজের
কাটব্যাক ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো উঁচু শটে লক্ষ্যভেদ করেন পুলিসিক।
২২তম মিনিটে হার্ভাটজের শট বামে ঝাঁপিয়ে
ঠেকান গোলরক্ষক। আট মিনিট পর ডান দিক থেকে ম্যাসন মাউন্টের ফ্রি কিকে লাফিয়ে হেডে ব্যবধান
৩-০ করেন ফরাসি ডিফেন্ডার জুমা।
দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারায় চেলসি।
৬৩তম মিনিটে সতীর্থের ক্রসে হেডে ব্যবধান কমান বেলজিয়ান ফরোয়ার্ড বেনতেকে।
৭৮তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন পুলিসিক।
ডিফেন্ডার গ্যারি ক্যাহিল বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে দূরের পোস্টে পেয়ে স্লাইডে গোলটি
করেন যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড।
ক্রিস্তিয়ান বেনতেকের হেডে ব্যবধান কমায় ক্রিস্টাল প্যালেস।
৩১ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট
নিয়ে তালিকার চতুর্থ স্থানে ২০১৬-১৭ আসরে সবশেষ লিগ জেতা চেলসি। ২ পয়েন্ট পিছিয়ে পাঁচে
দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারানো শিরোপাধারী লিভারপুল।
৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ঘরের
মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে হারা ম্যানচেস্টার সিটি।
৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৩
নম্বরে ক্রিস্টাল প্যালেস।