বিবিসি জানায়, পার্থের উত্তরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।
দুই মাত্রার ঘূর্ণিঝড় সেরোজা প্রচণ্ড দমকা হাওয়া নিয়ে উপকূলে উঠে আসতে পারে এবং এর প্রভাবে হড়কা বান দেখা দেওয়ার আশঙ্কা আছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা গ্রাহাম সিয়ারস স্থানীয়দের সতর্ক করে বলেন, এটা কোন আমুদে বনভোজন নয়। খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে, আর সে কারণে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে হবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রে ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্বদিকে অগ্রসর হচ্ছে এবং অস্ট্রেলিয়ায় আঘাত হানার আগেই সেটি ক্যাটাগরি দুই থেকে তিনে পরিবর্তিত হয়ে যেতে পারে।