সাধারণত প্লেস্টেশন গেইম ফ্র্যাঞ্চাইজ নিয়ে এর আগে তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি সনির। এর একমাত্র ব্যতিক্রম হয়তো বলা চলে ‘আনচার্টেড: ফরচুন হান্টার’কে। এবার নিজেদের এ বিষয়টিকেই বদলে দিতে চাইছে তারা।
ঠিক কোন টাইটেলগুলো মোবাইল প্ল্যাটফর্মে আসতে পারে বা কতদিন সময় লাগতে পারে তা এখনও অজানা।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, প্লেস্টেশন ব্র্যান্ডকে ফোনের সঙ্গে মেলানোর চেষ্টা এর আগেও করেছে সনি। গেইম বাদেও, ‘এক্সপেরিয়া প্লে’ নামের প্লেস্টেশন ফোন আনতে চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি।
তবে, সময়ের অনেক আগেই সম্ভবত উদ্যোগটি নিয়ে ফেলেছিল তারা। বাণিজ্যিকভাবে সফল হয়নি ফোনটি।
সনি কেন ফোনের দিকে ঘেঁষতে চাইছে তা অনুমান করা মোটেও কষ্টকর নয়। প্লেস্টেশন ব্র্যান্ডকে আরও বড় পরিসরে গ্রাহকদের কাছে নিয়ে যেতে চাইছে সনি।
কাজটি করতে পারলে ‘ইন-অ্যাপ পারচেস’ থেকে মুনাফাও পকেটে তুলতে পারবে তারা। ফোর্টনাইট, পাবজি এবং রোব্লক্সের সাফল্যের পেছনে মোবাইল গেইমারদের অনেক বড় ভূমিকা রয়েছে।