জোহানেসবার্গে শনিবার দক্ষিণ আফ্রিকার ১৮৮ রান তাড়া করে পাকিস্তান জিতে
যায় ৪ উইকেটে। সুপার ওভারের জয় ছাড়া তাদের জয়ের সেঞ্চুরি পূর্ণ হয় এই জয় দিয়েই।
টি-টোয়েন্টি ম্যাচ সবচেয়ে বেশি খেলেছে অবশ্য পাকিস্তানই। ১৬৪ ম্যাচ খেলে
এসেছে তাদের এই ১০০ জয়।
সুপার ওভার বা অন্য সমীকরণ ছাড়া ভারতের জয় ৮৮টি। জয় সংখ্যায় তারা আছে দুইয়ে।
ম্যাচ খেলেছে তারা ১৪২টি।
৭১ জয় নিয়ে যৌথভাবে তিনে আছে তিন দল, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও দক্ষিণ
আফ্রিকা।
৯৯ ম্যাচে ৩২ জয় নিয়ে এই তালিকার দ্বাদশ স্থানে আছে বাংলাদেশ।
কমপেক্ষ ২৫ ম্যাচ খেলা দলের মধ্যে জয়ের হারে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান।
৮৪ ম্যাচের ৫৯টি জিতেছে আফগানরা, জয়ের হার তাদের ৬৯.৬৪ শতাংশ। ভারতের জয়ের হার ৬৪.৮৫
শতাংশ, পাকিস্তানের ৬২.৬৫।