এদিন সৌদি আরবের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে দেশটির সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রোববার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার রমজান শুরু হবে।
বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে, সেই সিদ্ধান্ত সোমবার জানাবে ইসলামিক ফাউন্ডেশন।
রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।
ভোররাতে সেহরি খেয়ে প্রতি দিন রোজা শুরু করেন মুসলমানরা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়।
সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা পালন করবেন বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে একদিন পর।
সাধারণত সৌদি আরবের এক দিন পরেই বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।
বাংলাদেশের আকাশে কোথাও সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে বা ফ্যাক্সে চাঁদ দেখা কমিটিকে, অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।