ঘটনার
পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে বলে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত)
কানন সরকার জানিয়েছেন।
নিহত
সেলিনা আক্তার (৪০) পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মাঝির ঘোনা এলাকার ফরিদুল আলমের
স্ত্রী।
পরিদর্শক
কানন সরকার স্থানীয়দের বরাতে বলেন, ফরিদুল আলমের সঙ্গে এলাকার মোহাম্মদ হোসেন নামে
এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে রোববার মধ্যরাতে ফরিদুল আলমের ভিটের বেড়া
উপড়ে ফেলা হয়।
“পরে
সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সেলিনা গুলিতে আহত হন। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরিদর্শক
বলেন, এ ঘটনায় আরও পাঁচজন গুলিতে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। তাদের দুইজনকে
আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই স্থানীয়দের
কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার
করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলেন নিহত সেলিনা আক্তারের প্রতিবেশী মোহাম্মদ হোসেনের ছেলে মাহমুদুল করিম (৪০) ও একই
এলাকার মোহাম্মদ মফিজ (৪৫)।
লাশ
ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক।