ব্যাটিংয়ে যেমন ধীরস্থির ও ঠাণ্ডা মেজাজের ছিলেন দ্রাবিড়, ব্যক্তিগত জীবনেও
তিনি বরাবরই সুস্থির বলে পরিচিত। ক্রিকেটের সঙ্গে তার দীর্ঘ পথচলায় মাঠের ভেতরে-বাইরে
বিতর্কে জড়ানোর নজির খুঁজে পাওয়া ভার। সাধারণ্যে তার আমেজ এমন যে, এমনকি রাগ-ক্ষোভের
মতো মানুষের জীবনের স্বাভাবিক প্রতিক্রিয়াও তিনি কখনও দেখান কিনা, ওই প্রশ্ন ওঠে নিয়মিতই।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপচারিতায় অবশ্য দ্রাবিড়ের রেগে যাওয়ার
একটি ঘটনা মনে করলেন শেবাগ, যেখানে শিকার ছিলেন নবীন মহেন্দ্র সিং ধোনি।
টিভি বিজ্ঞাপনে ‘ইন্দিরানগর কা গুণ্ডা’ দ্রাবিড়কে দেখা গেছে এমন চেহারায়। ছবি : স্ক্রিনশট।
“ আমি রাহুল দ্রাবিড়কে রাগতে দেখেছি। আমরা পাকিস্তানে ছিলাম, এমএস ধোনি
তখনও দলে নতুন। এক ম্যাচে শট খেলে পয়েন্টে ক্যাচ ধরা পড়ল সে। দ্রাবিড় তখন ধোনির ওপর
খুব রেগে গিয়েছিল, ‘এভাবেই খেলো তুমি? খেলা শেষ করে ফেরা উচিত ছিল তোমার।’ ইংরেজিতে
দ্রাবিড়ের ক্রোধে ফেটে পড়া দেখে চমকে গিয়েছিলাম আমি, যদিও অর্ধেক কথা বুঝতে পারিনি।”
হাসতে হাসতে শেবাগ বললেন, দ্রাবিড়ের ভয়ে পরের ইনিংসে নিজেকে সামলে খেলেন
ধোনি।
“ পরের ইনিংসে এমএস (ধোনি) যখন ব্যাটিং করছিল, দেখতে পারছিলাম যে খুব বেশি
শট খেলছে না। আমি গিয়ে জিজ্ঞেস করলাম ঘটনা কী। সে বলল, ‘রাহুল ভাইয়ের কাছে আবার বকা
শুনতে চাই না। চলুন ভালোভাবে খেলা শেষ করে ফিরি।”