ক্যাটাগরি

আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডে চারজন আহত

সোমবার বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার ‘গোল্ডেন ইউনিয়ন লেদার
লিমিটেড’ জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডে এক শ্রমিক দগ্ধসহ চার জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দগ্ধ বাবু নামে এক শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এছাড়া আহত সাদিয়া আক্তার (১৬), সাথী আক্তার (১৭) এবং কহিনূরকে
(১৯) স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর
আলম বলেন, চারতলা ভবনটির জুতা তৈরির কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। জুতা
তৈরির দাহ্য পদার্থ থাকায় আগুন চার তলায়ও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি এবং সাভার ফায়ার
সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে
জানান তিনি।

কারখানাটির ব্যবস্থাপক গাজী আরিফ হাসান বলেন, “সাফলিং মেশিনে
সৃষ্ট স্পার্ক থেকে আগুনের ফুলকি ডাস্টের সংস্পর্শে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে আগুন তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।

“এতে চার জন শ্রমিক আহত হয়েছে।“