ক্যাটাগরি

কোভিড১৯: দ্বিতীয় ডোজ টিকা নিল ৫ লাখ ২২ হাজার

এদের মধ্যে সোমবার একদিনেই নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। এদিন প্রথম ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৪৫৬ জন।

এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন। সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন।

দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া গত বৃহস্পতিবার সকালে শুরু হয়। এ জন্য এসএমএসে পাঠানো হচ্ছে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড। এই টিকার দুটি ডোজ নিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরের ৪৬টি টিকাদান কেন্দ্রে সোমবার ২০ হাজার ১৬০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেন ৪ হাজার ৬৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৪২৩ জন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ঢাকায়।

এছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৩৩৩ জন, চট্টগ্রামে ৩২ হাজার ৯৩৪ জন, রাজশাহীতে ১৪ হাজার ৭২৪ জন,রংপুরে ১৪ হাজার ৫৭০ জন, খুলনায় ১৫ হাজার ৬১২ জন, বরিশালে ৫ হাজার ৬৩৮ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৬৪৫ জন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

৮৩ মৃত্যুর নতুন রেকর্ড, আক্রান্তও ৭ হাজারের বেশি

করোনাভাইরাস সংক্রমণের নয়া উপসর্গ


কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ শুরু
 


টিকা নিয়েছেন ৫৩ লাখের বেশি মানুষ