ক্যাটাগরি

গাজীপুরে ৯৯৯ এ ফোন: ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার

সোমবার
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, গ্রেপ্তার যুবককে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার
তছর আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩১) গাছা থানা এলাকার মতিউর রহমানের বাড়িতে ভাড়া
থাকতেন।


মামলার অপর আসামিদের মধ্যে ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ
নীরব। তার পরিচয় নিশ্চিত করেন ওই কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সানি।

মামলার
বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, রোববার টঙ্গী স্টেশন রোডের
মাছিমপুরে মাহবুবুর রহমান ও লেংড়া রবু সিএনজি অটোরিকশা থামিয়ে তিনশ টাকা চাঁদা
দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা অটোরিকশার চাবি নিয়ে চলে যান। পরে তাদের চাঁদার
টাকা দিয়ে অটোরিকশার চাবি ফিরে পান চালক। 

তবে ওই
অটোরিকশাটির মালিক সাইফুল ইসলাম নাহিদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে উজ্ব্বল হোসেনকে আটক করে। অপর দুইজন পালিয়ে যান বলেন তিনি।


ঘটনায় সেদিনই সাইফুল ইসলাম নাহিদ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় দ্রুত বিচার আইনে
তিনজনের নামে মামলা করেন। এতে দ্বীন মোহাম্মদ নীরবের নামও রয়েছে।

“এ
ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”