ক্যাটাগরি

প্যারিসে হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা বলেন, গুলিবিদ্ধ একজন মারা গেছেন। আহত আরেকজনকে হেনরি ডুনান্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের সামনেই ওই ‍দুই ব্যক্তিকে গুলি করা হয়।

গুলি করার পর হামলাকারী একটি মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। কী কারণে এ হামলা হয়েছে তা এখনো জানা যায়নি বলেও জানান ওই পুলিশ।

স্থানীয় বিএফএম টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ব্যক্তি একজন পুরুষ এবং আহত ব্যক্তি একজন নারী। আহত নারী হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ওই হাসপাতালে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়।