ক্যাটাগরি

মাদক ধরতে গিয়ে মিলল চোরাই সাইকেলও

রোববার নগরীর বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ
শহীদনগর শীতল ঝর্ণা খাল এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদকসেবীকে
গ্রেপ্তারের পর সেখান থেকে চোরাই সাইকেলগুলো উদ্ধার করা
হয়।

এই অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে
জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. আবুল হোসেন (২৭)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”শীতল
ঝরনা এলাকায় ইয়াবা বেচাকেনা এবং মাদক সেবন চলছে খবর পেয়ে
রাতে সেখানে অভিযান চালানো হয়।”

এসময় ‘মাদকসেবী’ আবুলকে আটক করা হলে সে সাইকেল
বিক্রির টাকা নিতে ওই এলাকায় গিয়েছিলেন বলে পুলিশকে জানান।

ওসি প্রিটন বলেন, আবুলকে তল্লাশি করে তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা
উদ্ধার করা হয়। আর জসীম নামে অপর
এক যুবকের কাছে সে সাইকেল বিক্রি করে বলেও পুলিশকে জানায়।পরে
আবুলকে নিয়ে জসীমের বাসায় অভিযান চালিয়ে চারটি বাইসাইকেল উদ্ধার
করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে আবুল জানিয়েছে,
উদ্ধার করা চারটি সাইকেলই সে নগরীর বিভিন্ন স্থান থেকে ‍চুরি করে শহীদ নগরে এনে
জসীমের কাছে বিক্রি করেন।