ক্যাটাগরি

লকডাউনে দক্ষিণমুখী যাত্রীর চাপে শিমুলিয়া ঘাটে জট

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণায় সোমবার
দক্ষিণবঙ্গগামী অনেকে রাজধানী ছাড়ছেন। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য কয়েকশ যান
অপেক্ষায় রয়েছে। 

এসব তথ্য দিয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির
ম্যানেজার সাফায়েত হোসেন বলেন, শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি বহরের ১৬ ফেরির মধ্যে ১৩
থেকে ১৫টি ফেরি পারাপার করে কুলিয়ে উঠতে পারছে না।

নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে
নদী পারাপার করছে। অনেক যাত্রীকে আবার ঝুঁকি নিয়ে ট্রলারে করে এবং কিছু স্পিডবোটেও
পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। 

দুই পাড়ে পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যান
পারাপারের অপেক্ষায় থাকায় হাজার হাজর মানুষের দুর্ভোগ। যাত্রীদের স্বাস্থ্যবিধির কোনো বলাই
নেই, গাদাগাদি অবস্থা বলেন তিনি।