গত সোমবার নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের
মুখোমুখি হয় রাজস্থান। ৪ রানে হেরে যাওয়া ম্যাচে লং অন থেকে দৌড়ে এসে ক্রিস গেইলের
ক্যাচ মুঠোয় নেওয়ার সময় আঘাত পান স্টোকস।
দশম ওভারে মাঠ ছাড়ার আগে একটি ওভার
করেছিলেন, ফিরে আর বোলিংয়ে আসেননি। ব্যাটিংয়ে নেমে খেলতে পারেন কেবল তিন বল। মোহাম্মদ
শামিকে পুল করার চেষ্টায় ফিরে যান ফিরতি ক্যাচ দিয়ে।
রাজস্থান মঙ্গলবার রাতে টুইটে স্টোকসকে
হারানোর কথা জানায়।
“গত রাতের ম্যাচে একটি আঙুল ভেঙে আইপিএল
থেকে ছিটকে গেছেন স্টোকস। তিনি রয়্যালসের সঙ্গেই থাকবেন। এবং পরের ম্যাচগুলোকে দলকে
সমর্থন দিয়ে যাবেন।”
স্টোকসের চোট রাজস্থানের জন্য অনেক
বড় ধাক্কা। একই কারণে আপাতত তারা পাচ্ছে না পেসার জফ্রা আর্চারকেও। এই ইংলিশ পেসার
মঙ্গলবার অনুশীলন শুরু করেছেন। তবে কবে নাগাদ খেলতে পারবেন তা নিশ্চিত নয়।
চারটি জায়গার জন্য এখন রাজস্থানের থাকল
ছয় বিদেশি ক্রিকেটার-জস বাটলার, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন,
ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাই।