বুধবার থেকে জরুরি ছাড়া সব কিছু
বন্ধ রেখে সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। পুরো সপ্তাহজুড়ে বন্ধ থাকবে সবকিছু। লেনদেনও
হবে না পুঁজিবাজারে।
এর আগের দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবারের চেয়ে ৭০ দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৫৮ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ৫১১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২২৮টির, আর কমেছে ৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৮ দশমিক ৫৭ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৭ দশমিক ৬৩ পয়েন্টে।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি- বেক্সিমকো
লিমিটেড, বিডি ফাইন্যান্স, রবি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লাফার্জ, জিবিবি পাওয়ার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মা।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি -ঢাকা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রাইস ব্যাংক, রহিমা ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স
ও ইনডেক্স এগ্রো।
দাম কমার তালিকার শীর্ষ ১০টি কোম্পানি
–
প্রিমিয়ার ব্যাংক, ফ্যামিলিটেক্স, লিবরা ইনফিউশন, অ্যাডভেন্ড ফার্মা, আরএসআরএম স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং, নাহি অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৮৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৯৪ দশমিক ৪৫ পয়েন্টে।
সিএসইতে মঙ্গলবার ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৪ কোটি ৯ লাখ টাকা।
এ বাজারে লেনদেন হয়েছে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
লিবরা ইনফিউশনের লভ্যাংশ
লিবরা ইনফিউশন ২০১৯ সালের ৩০ জুনের হিসাব থেকে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কন্টিনেন্টাল
ইন্স্যুরেন্সের লভ্যাংশ
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ২০২০ সালের হিসাব থেকে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
পূবালী ব্যাংকের লভ্যাংশ
পূবালী ব্যাংক ২০২০ সালের হিসাব থেকে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ
ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ইস্টার্ন
ব্যাংকের লভ্যাংশ
ইস্টার্ন ব্যাংক ২০২০ সালের হিসাব থেকে বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার ঘোষণা
দিয়েছে।