ক্যাটাগরি

ট্রাকে ধাক্কা দিয়ে চুরমার প্রাইভেটকার, নিহত ২

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী ।

নিহতরা হলেন- প্রাইভেটকার চালক জামাল খাঁ (৩৫) ও যাত্রী পুতুল বেগম (২৮)।

ওসি বলেন, “ঢাকাগামী একটি দ্রুতগতির একটি প্রাইভেটকার সালেহপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি চুরমার হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।”

পরে আহত অবস্থায় রানী, জয়নাল ও তাছলিমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিবারের সদস্যরা এলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।