দেশের যে কোনো প্রান্তে পণ্য পরিবহনের সমস্যার ক্ষেত্রে নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য
এসব নম্বরে যোগাযোগ করা যাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেল: ০১৭১২১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে আবার সারাদেশে সাতদিনের ‘লকডাউন’ শুরু হচ্ছে। এবার
কঠোর ও সর্বাত্মক লকডাউন নিশ্চিতে সরকার বেশ কিছু জোরালো পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
এই সময়ে সরকারি-বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। সব ধরনের গণপরিবহনও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল করবে।