সোমবার ক্র্যান কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া বিষয়ক উপদেষ্টা এবং ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র নীনা আহমেদ।
স্বাগত বক্তব্য দেন নীনা আহমেদ
রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ এতে মার্কিন কংগ্রেসের ৩ সদস্য অংশ নেন, তারা হলেন- প্রতিনিধি পরিষদে ‘ওয়েজ অ্যান্ড মিন্স’ কমিটির সদস্য কংগ্রেসম্যান ডুইট ইভান্স, কংগ্রেসে জুডিশিয়ারি কমিটির সদস্য কংগ্রেসওম্যান ম্যারি গ্যা শ্যানিয়ন ও ‘ওয়েজ অ্যান্ড মিন্স’ কমিটির সদস্য কংগ্রেসম্যান ব্রেন্ডেন এফ বয়েল।
কংগ্রেসম্যান ডুইট ইভান্স তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “২০১৯ সালে আমি বাংলাদেশ সফর করেছি। সেসময় প্রত্যক্ষ করেছি বাংলাদেশ কীভাবে উন্নতি করছে। বাংলাদেশের মানুষ কীভাবে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। উন্নয়নে আমরাও অংশিদার এবং পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসার করতে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনও অঙ্গিকারাবদ্ধ।”
কংগ্রেসওম্যান ম্যারি গ্যা শ্যানিয়ন উপস্থিত সবাইকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “নিজেকে সবসময় বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে মনে করি। আমার নির্বাচনী এলাকার প্রতিটি বাংলাদেশিই আমাকে সর্বক্ষণ অভিভূত করে রাখায় বাংলাদেশ সম্পর্কে চমৎকার একটি ধারণা তৈরি হয়েছে হৃদয়পটে।”
কংগ্রেসওম্যান ম্যারি গ্যা শ্যানিয়নকে উপহার দিচ্ছেন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম
এদিকে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও নিজের চিফ অব স্টাফের মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিনিধি পরিষদে ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির অপর সদস্য কংগ্রেসম্যান ব্রেন্ডেন এফ বয়েল।
রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের আন্তরিক সহায়তার প্রশংসা করে সামনের দিনগুলোতে আরো কার্যকর সহায়তা কামনা করেন কংগ্রেসের মাধ্যমে।
এসময় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দেলওয়ারে ভ্যালির প্রেসিডেন্ট ইবরুল হাসান চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, মিলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান, আপার ডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মো. হারেস, স্টেট গভর্নরের এশিয়ান প্যাসিফিক আমেরিকান বিষয়ক উপদেষ্টা মো. আনাম চৌধুরী, ফাতেমা আহমেদ, ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নেতা তোজাম্মল হক, সমাজ-সংগঠক আহসান নসরতউল্লাহ ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনসাল) হাবিবুর রহমান। আয়োজক সংগঠকের মধ্যে ছিলেন প্রিয়া আহমেদ ও তামির হারপার।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন |