ক্যাটাগরি

বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা

মঙ্গলবার দুপুরে
উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের মাঠ থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার
করে। 

নিহত সিয়াম (৮) পার্শ্ববর্তী
নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলগাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

সিয়ামের মামা আব্দুল
মমিন বলেন, সকাল থেকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। 
দুপুর ১টার দিকে লোক মুখে জানতে পেরে বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে পানিহালী
গ্রামের মাঠে ধানক্ষেতে গলাকাটা মরদেহ দেখতে পান। 

পরে পুলিশে খবর দেওয়া
হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

মমিন আরও জানান, তিন
ভাই বোনের মধ্যে সিয়াম সবার ছোট। সিয়াম মাতৃগর্ভে থাকাকালে ২০১৩ সালে তার বাবা
আগুন পুড়ে মারা যান। এরপর থেকে তার মা তিন সন্তান নিয়ে বাড়িতেই বসবাস করছেন।

সিয়ামের মামা আরও বলেন,
গ্রামের এক নারীর সঙ্গে সিয়ামকে মাঠের দিকে যেতে দেখছিল গ্রামের লোকজন। এরপর তাকে
আর দেখা যায়নি।

শাজাহানপুর থানার এসআই আব্দুর
রাজ্জাক বলেন, পানিহালী গ্রামের ধানক্ষেতের ড্রেনে শিশুটির গলাকাটা মরদেহ
পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের ঘণ্টা খানেক আগে তাকে হত্যা করা হতে পারে বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।