মঙ্গলবার
এক ভার্চুয়াল সভায় বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এই পাঁচটি সেবা উদ্বোধন
করেন।
এর
ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা বিডা ওয়েব পোর্টালের মাধ্যমে ৪৭টি সেবা পাবেন।
বিডা’র
অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন
প্রদান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবেশন
কোম্পানি লিমিটেড ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ সংযোগ
প্রদান এবং বিডা’র দ্বিতীয় আইআরসির সুপারিশ প্রদান সেবাসহ মোট পাঁচটি সেবা আনুষ্ঠানিকভাবে
যুক্ত হল।
অনুষ্ঠানে
সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের সময়েও বিডা প্রতিদিন বিনিয়োগকারীদের
অনলাইন সার্ভিসের মাধ্যমে সহায়তা করে এসেছে।
তিনি
বলেন, “বিডার ওএসএস পোর্টালে সার্ভিস সংযুক্ত করাই বিডার উদ্দেশ্য নয়, বিডার উদ্দেশ্য
হচ্ছে উন্নত বিনিয়োগ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে বিনিয়োগকারীদের অনলাইনের মাধ্যমে
দ্রুত সেবা দেওয়া। যাতে বিনোয়গকারীরা একই প্লাটফর্ম থেকে সকল ধরনের বিনিয়োগ সেবা পেতে
পারেন।”
সভায়
বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, “বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য
দ্রুত বিদ্যুৎ সেবা দেওয়ার বিকল্প নেই, আমরা সব সময় বিনিয়োগকারীদের নিরবিচ্ছিন বিদ্যুৎ
সরবরাহ করার জন্য কাজ করে যাচ্ছি।”
বিডা’র
অনলাইন মাধ্যমে তিনটি বিদ্যুৎ কোম্পানির সেবা যুক্ত হওয়ার ফলে বিনিয়োগকারীরা সহজেই
৭ থেকে ২৮ দিনের ভেতর বিদ্যুৎ সংযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডার
মহাপরিচালক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায়
আরও বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য বিল্লাল হোসেন, পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়,
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাকিয়া সুলতানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল)
কমিশনারেটের (ঢাকা -০২) কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, ডেসকো’র ব্যবস্থাপনা
পরিচালক কাওসার আমির আলী, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবেশন কোম্পানী লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক শফিকউদ্দিন, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম।