জরুরি প্রয়োজনে ব্যাংক খোলার অনুরোধ জানিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ
থেকে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ
বিভাগের জ্যেষ্ঠ সচিবকে।
চিঠিতে বলা হয়, “১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত
করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হল।”
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা আমরা পেয়েছি। এ বিষয়ে কাজ চলছে। আমরা এখনও সময় নির্ধারণ করিনি।”
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক
সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
তার সঙ্গে মিল রেখে ১৪ থেকে ২১ এপ্রিল বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক
বন্ধ রাখার সিদ্ধান্ত সোমবারই জানায় বাংলাদেশ ব্যাংক।
‘সর্বাত্মক লকডাউন’ শুরুর আগের দিন মঙ্গলবার এজন্য ব্যাংকগুলোতে দেখা গেছে উপচে
পড়া ভিড়।
এদিকে মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। টানা
বন্ধ শুরুর আগে শেষ কর্মদিবস মঙ্গলবার চাপ বেশি থাকবে বলে বেলা ৩টা পর্যন্ত খোলা ছিল
ব্যাংকগুলো।