মঙ্গলবার দুপুরে রিকশা
ভ্যানটি মো. সাইফুল ইসলামকে (৩৭) বুঝিয়ে দেন বাসন থানার ওসি মো. কামরুল ফারুক।
সাইফুল ইসলাম সাংবাদিকদের
বলেন, গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়ায় একটি ভাড়া বাড়িতে থেকে তিনি এলাকায় সবজি বিক্রি
করেন। পাঁচ সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
তিনি জানান, অনেক কষ্ট
করে খেয়ে না খেয়ে ধার দেনা করে সম্প্রতি কিস্তিতে একটি পুরানা রিকশা ভ্যান কেনেন। সারা
দিন সবজি বিক্রি করে যে আয় হয় তা থেকে তিনি কোনো রকমে সংসার খরচ মেটান এবং ভ্যানের
কিস্তির টাকা শোধ করতেন।
এতে চলে কোনোমতে সংসার
চলছিল; কিন্তু প্রায় একমাস আগে ভ্যানটি বাসার পাশ থেকে খোয়া যায় বলে তিনি জানান।
এতে করোনাকালে কর্মহীন
হয়ে হতাশার মধ্যে পড়ে তিনি বিষয়টি বাসন থানার ওসির কাছে জানালে তিনি মঙ্গলবার একটি
রিকশা ভ্যানের ব্যবস্থা করে দেন, বলেন সাইফুল।
ভ্যানটি পেয়ে খুবই
খুশি হয়েছেন জানিয়ে সাইফুল বলেন, “সব পুলিশ এক নয়। পুলিশে এখনও ভালো ও সৎ কর্মকর্তা
রয়েছেন।”
বাসন থানার ওসি মো.
কামরুল ফারুক বলেন, “তার পরিবারের অবস্থা দেখে এবং মানবিক দিক বিবেচনায় সাইফুল ইসলামকে
একটি রিকশা কিনে দিয়েছি যাতে করোনাকালে তার সংসার চালানো সহজ হয়।”