মঙ্গলবার হংকংয়ের একটি আদালত এই রায় দেয়।
ওংয়সহ ওই ৪৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে সমাবেশ এবং মুখোশ পরার বিরুদ্ধে হংকংয়ে থাকা একটি আইন অমান্য করার অভিযোগে ওই মামলা হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে তারা ওই সমাবেশ করেছিল।
জশুয়া ওং তার বিরুদ্ধে আনা দুইটি অভিযোগই স্বীকার করেছেন।
২০১৯ সালের জুন মাসে পুলিশ সদর দপ্তরের সামনে অবৈধ সমাবেশ আয়োজন করায় জশুয়া ওং বর্তমানে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার এই বর্তমান সাজার উপরে যুক্ত হবে আরও ১৩ মাসের কারাদণ্ড।
হংকংয়ে উপনিবেশ আমলের একটি আইন অনুযায়ী যেকোন বৈধ কিংবা অবৈধ সমাবেশে মুখোশ পরা দণ্ডনীয় অপরাধ। এর সাজা হিসেবে অপরাধীর হতে পারে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড কিংবা ২৫ হাজার হংকং ডলার জরিমানা।