ক্যাটাগরি

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

মঙ্গলবার সন্ধ্যায়
যাত্রাবাড়ির মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের
অতিরিক্ত উপকমিশনার (ওয়ারি) আজহার মুকুল জানান।

বিডিনিউজ টোয়েন্টফোর
ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব
চালিয়েছিল, তার প্রভাব যাত্রাবাড়িতেও গিয়ে পড়ে।

“হেফাজত নেতা-কর্মীরা
শাপলা চত্বর ছেড়ে চলে যাওয়ার সময় যাত্রাবাড়িতে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা
ঘটায়। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় পরের দিন বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়।

এই মামলার
এজাহারভুক্ত অন্যতম আসামি হেফাজতের কেন্দ্রীয় কমিটির এই নেতা দীর্ঘদিন পলাতক ছিল
জানিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাজিরবাগ এলাকার রাস্তা থেকে
গ্রেপ্তার করা হয়।