ক্যাটাগরি

এমবাপে একদিন ব্যালন ডি’র জিতবে: ফ্লিক

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ আটের
প্রথম লেগে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান গড়ে দেন এমবাপে। ফরাসি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের
জোড়া গোলে বায়ার্নের মাঠে ৩-২ ব্যবধানে জেতে পিএসজি।

ফিরতি লেগে মঙ্গলবার গোল করতে পারলে
একটি কীর্তি গড়বেন ২২ বছর বয়সী এই ফুটবলার; চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে প্রথম ফরাসি
হিসেবে করবেন সর্বোচ্চ ৯ গোল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে
৩৯ ম্যাচে করেছেন ৩৩ গোল, গোলে সহায়তা ১০ বার। এসময় তার চেয়ে বেশি গোল করেছেন কেবল
বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি, ৪২টি। এমবাপের চেয়ে গোল ও অ্যাসিস্ট
মিলিয়ে এগিয়ে কেবল লেভানদোভস্কি (৫০) ও টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড হ্যারি কেইন (৪৫)।

ফিরতি লেগের আগের দিন সংবাদ সম্মেলনে
এমবাপেকে নিয়ে মুগ্ধতার কথা জানান ফ্লিক।

“সে (এমবাপে) একদিন ব্যালন ডি’অর জিতবে, এ ব্যাপারে আমি নিশ্চিত।
তার ভেতর সবকিছু আছে। সে ক্ষিপ্রগতির, ভালো কৌশল জানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-সে
প্রচুর গোল করে।”

গতবারের দুই ফাইনালিস্টদের ম্যাচটি
শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায়।