বিকালে স্কয়ার হাসপাতাল থেকে
গুলশানের বাসায় ফেরার পথে খন্দকার মোশাররফ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “আল্লাহ
রাব্বুল আলামীনের কৃপায় করোনা নেগেটিভ ফলাফল আসায় হাসপাতালের চিকিৎসকদের পরামর্শক্রমে
বাসায় ফিরছি।
“আমি দেশবাসীসহ নেতাকর্মী-সমর্থকদের
কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার ও আমার স্ত্রীর জন্য দোয়া করেছেন।”
গত ১ এপ্রিল খন্দকার মোশাররফ
হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার
পর সেদিনই তারা হাসপাতালে ভর্তি হন।
৭৪ বছর বয়সী খন্দকার মোশাররফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি কুমিল্লা-২ আসন থেকে চার
বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির শাসনামলে বিভিন্ন সময় স্বাস্থ্য ছাড়াও বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখনও একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন
রয়েছেন। গত ১৬ মার্চ কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা
হয়েছিল।
এছাড়া গুলশানের ইউনাইটেড
হাসপাতালে চিকিৎসাধীন আছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।